WB Lok Sabha Vote Analysis: ষষ্ঠ দফাতে 'জয়ী' নারীশক্তি, বাংলার কোন কোন আসনে মহিলা ভোটেরাররা ঘোরালেন ভোট অঙ্ক? Updated: 29 May 2024, 11:06 AM IST Abhijit Chowdhury গত ২৫ মে দেশে অনুষ্ঠিত হয়েছিল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। সব মিলিয়ে বাংলার ৮টি সহ দেশের মোট ৫৮টি আসনে সেদিন ভোটগ্রহণ হয়েছিল। সেই দিনের ভোটদানের হারের চূড়ান্ত তথ্য এবার প্রকাশ করল নির্বাচন কমিশন।