WB 6th Pay Commission DA Latest Update: বছর শেষে বাংলার সরকারি কর্মীদের ডিএ ইস্যুতে বৈঠক হল, কী আলোচনা হল তাতে? Updated: 25 Dec 2024, 06:28 AM IST Abhijit Chowdhury বছর শেষে নবান্নের কাছে মন্দিরতলায় ধরনায় বসেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। এরপরে গতকাল তাঁরা সরকারপক্ষের হাতে ডেপুটেশন তুলে ধরেন ভাস্কর ঘোষরা। সেই আবহে সরকার পক্ষের সঙ্গে কী কথা হল সরকারি কর্মীদের?