Airport Metro Trial Run Update: এয়ারপোর্ট মেট্রোর ট্রায়াল রানে বাকি নেই ৪৮ ঘণ্টাও! চলছে তোড়জোড়, কী কী স্টেশন? Updated: 14 Dec 2024, 05:26 PM IST Ayan Das এয়ারপোর্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হচ্ছে এবার। আর সেই ট্রায়াল রানের পরে অনুমোদনের জন্য কমিশন অফ রেলওয়ে সেফটির (সিআরএস) কাছে আবেদন জানাতে হয়। সেই অনুমোদন মিললে কলকাতা এয়ারপোর্টগামী মেট্রো চালু হবে। কবে সেই স্বপ্নপূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে?