Trains cancelled due to fog: একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা Updated: 16 Sep 2024, 10:27 PM IST Ayan Das একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হল। মাসখানেকের মতো বাতিল থাকবে। যে তালিকায় পশ্চিমবঙ্গের ট্রেনও আছে। দুটি ট্রেন আবার তিন মাস বাতিল থাকবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন।