Tata 365 Billion Dollar 30 Companies: নুন থেকে IT, ১০ ক্ষেত্রে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন?
Updated: 10 Oct 2024, 09:47 AM IST১০০টি দেশে ১০টি ক্ষেত্রে ৩০টির মতো সংস্থা রয়েছে টাটার। নুন থেকে আইটি, গাড়ি থেকে স্টিল, নানা ক্ষেত্রে রয়েছে টাটার পদচিহ্ন। টাটা গোষ্ঠীর সব সংস্থা মিলিয়ে ১০ লাখের বেশি কর্মী কাজ করেন। ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা গোষ্ঠীর সব সংস্থার সম্মিলিত আয় ছিল ১৬৫ বিলিয়ন ডলার।
পরবর্তী ফটো গ্যালারি