Sealdah Local Train Ladies Coaches: শিয়ালদার লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কোচ! ইএমইউয়ের কোথায় পুরুষরা উঠতে পারবেন না? Updated: 25 Mar 2025, 08:54 PM IST Ayan Das শিয়ালদা ডিভিশনের ইএমইউ লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়তে চলেছে। আগে দুটি কোচ থাকত। এখন সেই সংখ্যাটা বাড়ছে। আর সেখানে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন না। কোন কোন কোচ মহিলাদের সংরক্ষিত থাকবে? তা দেখে নিন।