'সচিন' থেকে 'ঐশ্বর্য' - ৩০০ 'সন্তানের বাবা’ হলেন উত্তরপ্রদেশের এই ব্যক্তি! Updated: 22 Jul 2022, 06:07 PM IST Ayan Das এক ‘সন্তানের’ নাম সচিন। কারও নাম আবার ‘মোদী’, 'ঐশ্বর্য'। আছে ‘আনারকলি’। শুধু তাই নয়, ৩০০-র বেশি ‘সন্তানের বাবা’ হলেন উত্তরপ্রদেশের এই ব্যক্তি। তিনি বলেন, 'দশকের পর দশক ধরে প্রখর রোদের মধ্যে কাজ করে যাওয়ার পুরস্কার এটা।' বিষয়টি দেখে নিন -