শেখ শাহজাহান- শুক্রবার সকালের আগেও সন্দেশখালির বাইরের হাতেগোনা কয়েকজন মানুষ যে নামটা জানতেন, সেই নামটা ছড়িয়ে পড়ল পুরো দেশে। রেশন দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হল ইডি। ঝরল রক্ত। কিন্তু কে এই শাহজাহান, কীভাবে উত্থান তাঁর, তা জেনে নিন।