আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কমবে তাপমাত্রা। তারপর থেকে ফের উঠতে থাকবে পারদ। বাড়বে গরম। তবে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্য সেই স্বস্তি শনিবার পর্যন্ত থাকবে। আজ দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে।