India's practice session ahead of final: শিশির পড়ল? মাঠে হাত দিয়ে ‘টেস্ট’ দ্রাবিড়ের, ফাইনালের আগে অনুশীলনে নেই বিরাট Updated: 18 Nov 2023, 06:01 PM IST Ayan Das বিশ্বকাপ ফাইনালের আগে আজ শেষ প্র্যাকটিস সেশনে নামল ভারতীয় দল। আজ ঐচ্ছিক অনুশীলন ছিল। তবে অধিকাংশ খেলোয়াড় আসেন। আসেননি বিরাট কোহলি। তারইমধ্যে পিচ খতিয়ে দেখেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। আউটফিল্ডে হাত দিয়ে দেখেন যে কতটা শিশির পড়েছে।