Offbeat Travel: রয়েছে মুঘল-বুন্দেলা ইতিহাস, এই ফোর্টে শুটিং করেছেন ঐশ্বর্য থেকে দেব! ওরছা বেড়ানোর ট্য়ুর প্ল্যান দেখুন
Updated: 16 Sep 2023, 11:00 AM ISTঅভিনেতা দেবের ফ্যান হলে আপনি নিশ্চয় 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' দেখে ফেলেছেন, ঐশ্বর্য রাইয়ের ফ্যান হলে ‘পিএস ২’ তো দেখেছেনই। ফিল্মগুলির শুটিং হয়েছে এই ওরছাতেই। এলাকায় এককালে এলাকায় এককালে রাজত্ব ছিল বুন্দেলা রাজাদের। মুঘল হামলা থেকে রক্ষা পেতে গারওয়ার রাজপুতদের উত্তরসূরি এই বুন্দেলারা রাজধানী করে এই বেতোয়া নদীর তীরের ওরছাকে। শোনা যায়, রাজা যখন এলাকার নামকরণ নিয়ে ভাবছিলেন, তখনই এক পারিষদ পরামর্শ দেন, যে এলাকার ‘না কোই ওর না কোই ছোর (শুরুও নেই শেষও নেই)’ রয়েছে তার নাম হোক 'ওরছা'। সেই থেকে রক্তপাত, গুপ্ত হত্যার ইতিহাস বুকে আঁকড়ে রয়েছে ওরছা।
পরবর্তী ফটো গ্যালারি