WB Rain and Winter Forecast till 9th Jan: বৃষ্টি নামবে বাংলায়, ঘন কুয়াশা কয়েকটি জেলায়, বরফ পাহাড়ে, শীত কমবে কবে থেকে? Updated: 03 Jan 2025, 05:16 PM IST Ayan Das শীতের আবহেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি নামবে। ঘন কুয়াশা পড়বে কয়েকটি জেলায়। আবার শীতও কমবে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। চড়বে পারদ। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।