Indo Nepal Row: নেপাল ভারত সীমান্ত সংঘাত পাথর বর্ষণ ঘিরে! কোন প্রতিশ্রুতি এলো নেপালের সেনার পক্ষ থেকে? Updated: 08 Dec 2022, 07:49 PM IST Sritama Mitra শুধু আবর্জনাকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়নি। তারসঙ্গে যোগ হয়েছে এক নতুন পর্ব। সদ্য ভারতের সীমান্তে ওই দেওয়াল নির্মাণের সময় ভারতীয় শ্রমিকদের ওপর নেপালের সীমান্ত থেকে আসে পাথর বর্ষণ। ৫ দিন আগের সেই ঘটনা দুই দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।