Multibagger Share 10451% Hike: ১ বছরে অবিশ্বাস্য ১০০০০% লাফ মাল্টিব্যাগার শেয়ারের দামে, তারপর… Updated: 24 Dec 2024, 10:29 AM IST Abhijit Chowdhury গত ২০২৩ সালের নভেম্বর মাসে ভারত গ্লোবাল ডেভেলপার্সের শেয়ারের দাম ছিল ১৬.১৪ টাকা। সেখান থেকে এই বছরের ২৩ নভেম্বর এই সংস্থার শেয়ারের দাম বেড়ে দাড়িয়েছে ১৭০২.৯৫ টাকায়। এই লম্বা লাফ অবশ্য থমকেছে। সেবি এই সংস্থার ট্রেডিং সাসপেন্ড করে দিয়েছে।