নয়া ম্যানেজার রুবেন আমোরিমের যুগে প্রথম জয়ের দেখা পেল ম্যাঞ্চেস্টার ইউনাটইডে। আগের ম্যাচে ইপসুইচ টাউনের সঙ্গে ম্যাচ ড্র করার পর অবশেষে ইউরোপা লিগে এসে জয়ের দেখা পেল ইউনাইটেডে। বোডো গ্লিমিটকে তাঁরা হারাল ৩-২ গোলে। হোম ম্যাচে নিজের সেরা দলই নামিয়েছিলেন আমোরিম, জিততেও তাই খুব অসুবিধা হল না তাঁদের।