Lalu on PM Modi: 'মোদীজিকে সূর্যে নিয়ে যান', ISRO-র বিজ্ঞানীদের কাছে কাতর 'আর্জি' লালুপ্রসাদের Updated: 01 Sep 2023, 05:42 PM IST Ayan Das প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সূর্যে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের কাছে ‘আর্জি’ জানালেন লালুপ্রসাদ যাদব। বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকের সময় সেই ‘আর্জি’ জানান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।