Kolkata Weather Today: সন্ধ্যা নামলেই দমকা হাওয়া। পরে ঝড়, বৃষ্টি। বিগত দুই দিন ধরে এই মুষলধার বর্ষণের জেরেই নাজেহাল হতে হয়েছে অফিস ফেরত যাত্রীদের। আজ অবশ্য রবিবার। অধিকাংশ মানুষের অফিস নেই। তবে ঝড়, বৃষ্টি জারি থাকবে আজও। আবহাওয়া অফিসের পূর্বাভাস, গত দুই দিনের মতো আজও সন্ধ্যার পর মুষলধার বৃষ্টি নামতে পারে।