শীতের বিদায় বেলায় আচমকাই বৃষ্টি দক্ষিণবঙ্গে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজ বৃষ্টি হয়েছে। এমনকী কলকাতাতেও কোথাও কোথাও আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। অবশ্য রোদ না উঠলেও আর্দ্রতার কারণে তাপমাত্রা বেড়েছে। ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত থাকার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা।