পীঠস্থান কিরীটেশ্বরীতে কথিত রয়েছে পলাশির যুদ্ধের সময়ের গায়ে কাঁটা দেওয়া কাহিনি! ভারতসেরা এই গ্রামে কীভাবে যাবেন?
Updated: 22 Sep 2023, 04:00 PM ISTএই গ্রামে যেতে গেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক পলসন্ডা মো... more
এই গ্রামে যেতে গেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক পলসন্ডা মোড় থেকে টোটো বা অটোতে এখানে যেতে পারেন। বেড়াতে গেলে রোশনিবাগ, গোপগ্রামে জীবন্তী মায়ের মন্দির দেখে আসতে পারেন। এছাড়াও হীরঝিল, ফারহাবাগ দেখে নিতে পারেন।
ভাগীরথীর পশ্চিমপাড়ে রয়েছে ডহপাড়া। বৈষ্ণব সাধনার অন্যতম পীঠস্থান। সেখান থেকে দুই কিলোমিটার দূরে এই মন্দির। মন্দিরের মূল বেদীতে থাকা এক প্রস্তরীভূত অংশকে দেবী প্রতিমা জ্ঞানে পুজো করা হয়। পীঠের মাহাত্ম্য বর্ণনায় বলা হয় এই প্রস্তর দেখা বারণ। অন্যান্য পীঠের মতোই জনসাধরণের সামনে অন্য মূর্তি রেখে হয় পুজো। দুর্গাষ্টমীর বিশেষ তিথিতে এখানে হয় বিশেষ পুজো। দেবীর বস্ত্র পরিবর্তন করে পবিত্র বস্তু দিয়ে করা হয় পুজো।
পরবর্তী ফটো গ্যালারি