Junior Doctor Aniket Mahato Health Update: ৫ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, এখন কেমন আছেন অনিকেত? Updated: 11 Oct 2024, 01:02 PM IST Abhijit Chowdhury কেমন আছেন অনশনকারী জুনিয়র চিকিৎসক? এখন অনিকেত মাহাতো উঠে বসতে পেরেছেন। তবে অনিকেতের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এই আবহে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শরীরে জলশূন্যতার কারণেই অনিকেতের এই অবস্থা হয়েছে।