ITR Filing Important Update: আয়কর রিটার্ন ফাইল করা হয়ে গিয়েছে, তবে তাতে রয়েছে ভুল? এবার কী করবেন Updated: 28 Jul 2023, 10:22 AM IST Abhijit Chowdhury আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা শেষ হতে চলল। শেষ মুহূর্তে এই কাজ শেষ করতে গিয়ে হয়ে যেতে পারে বড় ভুল। তখন কী করবেন? কারণ সেই ভুলের ওপর ভিত্তি করেই আপনার ফাইল করা আয়কর রিটার্নকে অসম্পূর্ণ বলে গণ্য করা হবে।