ভারতের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। সম্মানরক্ষার ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান হরমনপ্রীত কৌর। যদিও নিউজিল্যান্ড ম্যাচে হারের হ্যাঙ্গোভার এত দ্রুত কাটানো সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছেই। হরমনপ্রীত বলছেন, ‘আমরা আজ নিজেদের সেরাটা দিতে পারিনি। এত বড় মঞ্চে ভুলের কোনও জায়গা নেই’।