বাংলা নিউজ >
ছবিঘর > India to Canada on Khalistan issue: খলিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর? কানাডাকে কড়া ভাষায় কথা শোনাল দিল্লি
India to Canada on Khalistan issue: খলিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর? কানাডাকে কড়া ভাষায় কথা শোনাল দিল্লি
Updated: 30 Apr 2024, 07:39 AM IST Abhijit Chowdhury
কানাডার টরন্টোতে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে জাস্টিন ট্রুডোর বক্তৃতার সময়ে উঠেছিল খলিস্তানপন্থী স্লোগান। সেই সময় আবার 'পাশে থাকার' বার্তা দিয়েছিলেন ট্রুডো। এই আবহে দিল্লিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে তলব করা হল কানাডার ডেপুটি হাই কমিশনারকে।