India vs Sri Lanka Asia Cup Finals History: হিসাব বলছে মোট ৮টি এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি ভাগাভাগি হয়েছে। তবে সত্যি হল এটাই যে, এর আগে ৭টি এশিয়া কাপের ফাইনালে সম্মুখসমরে নামে দুই প্রতিবেশী দেশ। এশিয়া কাপের একটি আসরকে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে কেন?