অসমে কি ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি? নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট সাফল্যের মুখ দেখবে? কেরালায় কী অবস্থা হবে বামেদের? তামিলনাড়ুতে কি বিজেপির স্বপ্নপূরণ হবে? নাকি বাজিমাত করবে ডিএমকে? বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ওই তিন রাজ্য এব পুদুচেরির জনমতের এক আভাস তুলে ধরল এবিপি আনন্দ-সি ভোটার। সেই সমীক্ষায় কোন দলের ঝুলিতে কত আসন গিয়েছে, তা দেখে নিন একনজরে -