নতুন বছরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তর থেকে পূর্ব ভারতে কোথাওই পাখা চালানোর দরকার পড়ছে না। এমনই এক সময় কেন্দ্রীয় সরাকরের নতুন নিয়ম কার্যকর হল পাখা বিক্রি নিয়ে। নতুন নিয়মের জেরে এবার ফ্যানের দাম বাড়তে চলেছে। মূলত ইলেকট্রিক পণ্যের স্টার রেটিং নিয়ে নিয়ম পরিবর্তন করেছে সরকার। এর জেরেই এই মূল্য বৃদ্ধি।