বাংলা নিউজ >
ছবিঘর > সৌরভের সঙ্গে চাঁদু-ফুলির দাদাগিরি, সাঁঝবাতির প্রচারে দেব-পাওলি
সৌরভের সঙ্গে চাঁদু-ফুলির দাদাগিরি, সাঁঝবাতির প্রচারে দেব-পাওলি
Updated: 12 Dec 2019, 05:54 PM IST HT Bangla Correspondent
প্রথমবার রূপোলি পর্দায় জুটিতে দেব-পাওলি। ছবির নাম সাঁঝবাতি। চাঁদু-ফুলির রসায়নের ঝলক রীতিমতো নজর কেড়েছে। এবার দাদাগিরির মঞ্চ কাঁপাতে হাজির দেব-পাওলি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির সেটে সামিল হয়েছিল গোটা সাঁঝবাতি পরিবার। চলল গল্প, আড্ডা আর মজাদার নানান খেলা।