সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই নিয়ে অবশ্য মৌসম ভবন কিছু জানায়নি। তবে আজকে মৌসম ভবন জানাল, আগামী ২৯ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। ক্রমেই সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস।