আপাতত দেশজুড়ে ১২ বছরের ঊর্ধ্বে করোনাভাইরাস টিকাকরণ চলছে। সঙ্গে প্রদান করা হচ্ছে ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশন ডোজ’। তারইমধ্যে পাঁচ বছর থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রদানের জন্য কোরবেভ্যাক্স এবং ছয় বছর থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রদানের জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়েছে।