Amit Shah predicts LS Vote result in WB: বাংলা থেকে লোকসভা ভোটে কত আসন পাবে BJP? 'বটম-লাইন' দিয়ে সংখ্যা বাতলে দিলেন শাহ Updated: 20 Mar 2024, 01:48 PM IST Abhijit Chowdhury সারা দেশে ৩৭০টির বেশি আসন পাবেন বিজেপি। আজ সংবাদ চ্যানেল নিউজ১৮-এর অনুষ্ঠানে হাজির হয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ৩৭০-এর মধ্যে বাংলায় কটা আসন জিততে পারে বিজেপি? রাজনৈতিক অঙ্ক কষা মস্তিষ্কে সেই জবাব দিলেন শাহ।