Bangladesh Border Latest: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজে BSFকে বাধা BGBর, চাঞ্চল্য কোচবিহারে
Updated: 24 Aug 2024, 09:10 AM IST Sritama Mitra 24 Aug 2024 Bangladesh guards stops BSF, Bangladesh border case, BSF Vs BGB, বাংলাদেশের সীমান্তে বিএসএফকে বেড়া তৈরিতে আটকাল বিজিবি, বাংলাদেশ, ভারত, বিএসএফ, সীমান্ত, কোচবিহারআরও এক বিএসএফ অফিসার জানান, ওই গবাদি পশু সংক্রান্ত... more
আরও এক বিএসএফ অফিসার জানান, ওই গবাদি পশু সংক্রান্ত বেড়া নির্মাণ হচ্ছিল, দুই দেশের মধ্যে ২০১২ চুক্তির সাপেক্ষে। জানা গিয়েছে, বিজিবি ও বিএসএফ দুই দেশই ‘ফ্ল্যাগ মিটিং’ এর ডাক দেয় এই ঘটনার সমাধানের জন্য। তবে কোনও সমাধান সূত্র এই নিয়ে বের হয়নি বলে খবর।’
জানা গিয়েছে, বিজিবি কোচবিহার সীমান্তে ওই বেড়া দেওয়া নিয়ে বাধা দেওয়ায় আপাতত সেখানে বেড়া দেওয়ার কাজটি রয়েছে বন্ধ। আগামী অক্টোবর মাসে দিল্লিতে ভারত ও বাংলাদেশের ডিরেক্টর জেনারেলদের যে বৈঠক রয়েছে, সেখানে এই বিষয়ে কথা বলা হবে বলে খবর। এক বিএসএফ অফিসার বলেছেন,' আমাদের কর্মীরা গবাদি পশুর বেড়া নির্মাণ তদারকি করার সময় বিজিবি সদস্যরা এসে আপত্তি জানান। এমনকি সীমান্তের বেড়াও ছিল না।' জানা গিয়েছে, ঘটনার পর কোনও হিংসার খবর না মিললেও, সীমান্তের দুই তরফেই নজরদারি বাড়ানো হয়েছে। (PTI)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি