Saurav Ghosal in Asian Games 2023: হংকংকে পিষে এশিয়াড ফাইনালে সৌরভ! ইতিহাসে স্কোয়াশের প্রথম সোনা আনবেন বাংলার ছেলে? Updated: 04 Oct 2023, 04:14 PM IST Ayan Das এশিয়ান গেমসের স্কোয়াশের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সৌরভ ঘোষাল। যিনি ২০০৬ সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসের সিঙ্গলসে পদক জিতেছেন। তবে কোনওদিন সোনা আসেনি। তিনবার ব্রোঞ্জ পেয়েছেন। একবার রুপো জিতেছেন। এবার সোনা জিততে মরিয়া ৩৭ বছরের ‘যুবক’।