সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড়। এরই মাঝে বঙ্গোপসাগরেই অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে এই ঘূর্ণাবর্তটি কি ভবিষ্যতে শক্তি সঞ্চয় করবে? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি ১৮ তারিখ আছড়ে পড়বে ভূভাগে।