জন থেকে সইফ, বিয়ের পিঁড়িতে বসার আগে যে ৫ বলি-তারকার সঙ্গে নাম জড়িয়েছিল বিপাশার Updated: 07 Jan 2022, 01:33 PM IST Rahul Majumder আজ তাঁর বয়স পা রাখল ৪৩-এ। অন্তত খাতায় কলমে। জানেন কি কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করার আগে বলিপাড়ার একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি? এছাড়াও তাঁর সম্পর্ক ঘিরে ছিল নানান গুঞ্জন। রইল সেই তালিকা।