ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমনই দাবি করে এক মহিলা কনস্টেবলকে বিয়ে করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুবক যে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সংবাদপত্রের একটি জাল প্রতিবেদনও তৈরি করেছিল। বিষয়টি জানতে পেরে এনিয়ে প্রতিবাদ জানাতেই মহিলা কনস্টেবলকে মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তার ভিত্তিতে ওই যুবকের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের মধ্যগঞ্জ থানা এলাকার।
আরও পড়ুন: ED অফিসার পরিচয় দিয়ে বিয়ের ছক তরুণীকে! সিজিও কমপ্লেক্সের বাইরেই বেঁধে মার, লাথি
ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, তার স্বামী তাকে জানিয়েছিল যে ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। শুধু ইন্টারভিউ বাকি রয়েছে। এরজন্য ইউপিএসসি পরীক্ষার যাবতীয় নথি জাল করে তার স্বামী তাদের দেখিয়েছিল। ভালো পাত্র ভেবে পরিবারের সকলেই এই বিয়েতে সম্মত হন। ২০২৩ সালে তাদের বিয়ে হয়। এরপর তারা খাদরা এলাকায় বসবাস করতে শুরু করেন। এফআইআর অনুযায়ী, ওই যুবকের নাম বিজয় সিং। এরপর ওই মহিলা কনস্টেবল আসল ঘটনা জানতে পারেন।
তখন বিজয় কনস্টেবলকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এমনকী তাকে মেরে ফেলারও হুমকি দেয়। জানা যায়, ওই যুবক গোন্ডার বাসিন্দা। বুধবার তার বিরুদ্ধে মধ্যগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মহিলা কনস্টেবল। তার ভিত্তিতে দ্রুত খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মিথ্যা কথা বলেছিল ওই যুবক। তার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।