WPI inflation Drops in November: নভেম্বরে প্রায় ২১ মাস পর ৬%-এর নিচে নামল পাইকারি মুদ্রাস্ফীতি Updated: 14 Dec 2022, 06:03 PM IST Soumick Majumdar নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি গত ২২ মাসের সর্বনিম্নে, মাত্র ২.১৭%-এ নেমে এসেছে। আগের মাসেই, অক্টোবরে তা ৬.৪৮% ছিল। অর্থাত্ তার প্রায় এক তৃতীয়াংশ হয়ে গিয়েছে।