২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করা হবে। গোটা দেশ তাকিয়ে আছে এই দিনটার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনেরা হাজির হবেন এই অনুষ্ঠানে। আর তার আগেই অযোধ্য়া এয়ারপোর্ট তৈরির কাজ শেষ করা হবে বলে খবর। মর্যাদা পুরোষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজ ডিসেম্বরের শেষে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন অযোধ্য়ায় এয়ারপোর্ট তৈরির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তিন বছরের মধ্য়েই প্রথম পর্যায়ে বুলেট ট্রেন প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আমাদের কর্মসূচির দিকে আমরা বিশেষভাবে ফোকাস করেছি। অযোধ্য়া এয়ারপোর্ট প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই মাসের শেষের দিকে আমরা আপনাদের নিশ্চিত করছি এই এয়ারপোর্ট রেডি হয়ে যাবে। আর এটার কাজ পুরোপুরি শেষ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার উদ্বোধন করবেন।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, নবি মুম্বইতে দ্বিতীয় এয়ারপোর্ট ও উত্তরপ্রদেশের জেওয়ারে পরের বছর এয়ারপোর্টের কাজ শেষ হবে।
মন্ত্রী জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে ৬৫ বছর ধরে ৭৪টি এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। ২০১৪ সালের পর থেকে দেশে আরও ৭৫টি এয়ারপোর্ট আর হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
রেলওয়ে সেক্টর নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের পর থেকে রেলওয়ে সেক্টরে বিশাল বদল আসে। হাই স্পিড বন্দে ভারত ট্রেনের সূচনা হয়। ৫২ সেকেন্ডে ১০০ কিমি স্পিড তুলতে পারে এই ট্রেন।
সেই সঙ্গেই বুলেট ট্রেন নিয়েও তিনি অত্যন্ত আশার কথা শুনিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তিন বছরের মধ্যে আমরা দেশে বুলেট ট্রেনের সূচনা করব। ভারত রেল পরিষেবার ক্ষেত্রে একেবারে শীর্ষস্থানে যাবে।২০২৬ সালের শেষের মধ্যে ও ২০২৭ সালের প্রথম দিকের মধ্য়ে রেল পরিষেবার ক্ষেত্রে ভারত একেবারে শীর্ষস্থানে চলে যাবে। মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের চলাচলও শুরু হবে বলে তিনি জানিয়েছেন।