
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্য সংরক্ষণ ঘিরে এক বিশেষ ‘নিরপেক্ষ’ বেঞ্চের দাবিতে জানানো পিটিশনের প্রেক্ষিতে আবেদনকারীকে ৫০ হাজার টাকার জরিমানা দিতে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনে বলা হয়েছে, সংরক্ষণের মামলা এমন এক বেঞ্চে শুনানি হোক, যেখানে কোনও উচ্চশ্রেণি বা ওবিসি থেকে আসা বিচারপতি বেঞ্চে থাকবেন না, এবং সেই বেঞ্চ হবে ‘নিরপেক্ষ’। আবেদনকারীর এই পিটিশনের জেরে তাঁকে ৫০ হাজার টাকার জরিমানা ঘোষণা করেছে দেশের সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ কোর্টে পড়ে থাকা সংরক্ষণের মামলার সাপেক্ষে সুপ্রিম কোর্টে ‘নিরপেক্ষ’ বিচারপতির বেঞ্চ গড়ার দাবি জানিয়ে একটি পিটিশন দায়ের হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও পঙ্কজ মিথালের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি আদেশের ফলে উদ্ভূত এই আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । এই আবেদন আদালতকে আঘাত করেছে বলেই তা খারিজ করা হয়েছে। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে যে, এক মাসের মধ্যে 'সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি'কে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এই ইস্যুতে তার আদেশে বলছে, মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা শুধু খারিজ হয়েছে, সেখানে কোনও টাকা আরোপ করা হয়নি। তবে সুপ্রিম কোর্টে তা আরোপিত হল। কোর্ট বলছে, ‘এই ভ্রান্ত ধারণার আবেদনটি আবেদনকারীর উপর পঞ্চাশ হাজার টাকা ধার্য করে খারিজ করা হল।’ এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টে গত ২০ মার্চ এই মামলা খারিজ হয়। সেখানে মধ্যপ্রদেশে ওবিসি সংরক্ষণ সম্পর্কিত মামলার একগুচ্ছ পিটিশন শুনানির আবেদন করা হয়েছিল। আর সেই মামলার সাপেক্ষেই এই বার্তা আসে।
মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি শীল নাগু ও বীরেন্দ্র সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। তখনই তাঁরা সেই মামলা খারিজ করে দেন। আদালতের কাছে ‘নিরপেক্ষ বেঞ্চ’ এই বিষয়টিই অত্যন্ত আঘাতব্যাঞ্জক বলে দাবি করা হয়। কোর্ট বলছে, ‘আমরা ভয় বা অনুগ্রহ, স্নেহ বা অসুস্থতা, ইচ্ছা ছাড়াই এখানে বিচার করতে আমাদের শপথ দ্বারা আবদ্ধ।’ এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্টের কাছে মোট ৪৮ টি পিটিশন পড়ে রয়েছে যা ওবিসি কোটা সম্পর্কিত।।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports