পঞ্জাবের অমৃতসরে মন্দিরে গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্তকে গুলি করে খতম করল পুলিশ। গত ১৪ মার্চ মধ্যরাতে সংঘটিত বোমা হামলার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছিল। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্ত চালিয়ে অভিযুক্তদের খোঁজও পায় পুলিশ। জানা গিয়েছে, পুলিশ দুই অভিযুক্তকে থামানোর চেষ্টা করলে তারা গুলি চালায়। পুলিশের পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়। সেই এনকাউন্টারেই মৃত্যু হয় অভিযুক্তের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের নাম গুরসিদক সিং। এদিকে এনকাউন্টারের সময় মৃতের সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। (আরও পড়ুন: গুলি মেরে চলে গেল! পাকিস্তানে এবার বিমানবন্দরে রহস্যজনক ভাবে খুন ইসলামি প্রচারক)
আরও পড়ুন: দিল্লিতে তুলসির সঙ্গে বৈঠকে ডোভাল, গোপনে 'ভারত-বিরোধীদের' নিয়ে আলোচনা
আরও পড়ুন: পাকিস্তানকে তোপ, তবে পূর্বের প্রতিবেশী নিয়ে মার্কিন পডকাস্টারকে কী বললেন মোদী?
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের রাজাসানসি এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এরপরই সিআইডি ও পুলিশের একটি দল তাদের হেফাজতে নিতে প্রস্তুত হয়। তদন্তকারী দলটি ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে বাইকে। পুলিশ মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা সেটি ফেলে গুলি চালাতে শুরু করে। সেই সময় কনস্টেবল গুরপ্রীত সিংয়ের বাঁ হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ হন ইন্সপেক্টর অমোলক সিংও। পাল্টা ব্যবস্থা নিতে ইন্সপেক্টর বিনোদ কুমারের ছোড়া গুলিতে জখম হন গুরসিদক। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণ করা হয়। (আরও পড়ুন: বালোচ মহিলার হামলায় 'মুখ লাল' পাক সেনার, পরপর আঘাত কালাট থেকে চমন, মৃত বহু)
আরও পড়ুন: ৪০টি চিনা J35A যুদ্ধবিমান হাতে পাবে পাক, হোতানে মোতয়েন J20, জবাবে কী করছে ভারত?
আরও পড়ুন: চিনের থেকে নয়া হাঙর শ্রেণির সাবমেরিন পেল পাকিস্তান, ভারত কি চিন্তায় পড়বে?
পঞ্জাব পুলিশ জানিয়েছে, ঠাকুরদ্বার মন্দিরে হামলার ঘটনায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ভূমিকা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে তারা। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে অমৃতসরের খান্ডওয়ালা এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে করে ঠাকুরদ্বার মন্দিরের দিকে আসছেন। কয়েক সেকেন্ড পরে, এক ব্যক্তিকে মন্দিরের দিকে কোনও এক বস্তু ছুড়ে মারতে দেখা যায় এবং তারপরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর কিছু পরেই সেখানে বিস্ফোরণ ঘটে। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, রাত ২টো নাগাদ ঠাকুর দ্বার মন্দিরের পুরোহিত পুলিশকে ঘটনার কথা জানান।