ফের একটি আইসিসি ট্রফির পালক জুটল ভারতের মুকুটে। রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠতে তাই দেশের বিভিন্ন জায়গার রাস্তায় ঢল নামে ভারতীয় সমর্থকদের। জাতীয় পতাকা নিয়ে উল্লাসে ফেটে পড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। তেলঙ্গনার হায়দরাবাদেও একই দৃশ্য দেখা গিয়েছিল। তবে সেখানে নকি ভারতীয় ফ্যানদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিকে তেলঙ্গনার করিমনগরেও নাকি এই একই ঘটনা ঘটেছে। সেখানেও পুলিশ 'সাম্প্রদায়িক ইস্যু'র উল্লেখ করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উল্লাসে বাধা দেয়। এই নিয়ে তেলঙ্গনার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয় কুমার। (আরও পড়ুন: খুশির রাতে ধুন্ধুমার, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের মিছিলে ছোড়া হল পাথর)
আরও পড়ুন: সেই 'মোটা' রোহিতের পুল শটেই 'আউট' শামা, ভারতের CT জয়ের পর কংগ্রেস নেত্রী বললেন…