নয়ডার সেক্টর ৯৪-এ একটি অভিজাত আবাসনে গভীর রাতে অভিযান চালিয়ে, সেখানে একটি ফ্ল্যাট থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটে পুরুষ ও মহিলাদের ‘রেভ’ পার্টিতে মত্ত ছিলেন। জানা গিয়েছে, সেখানে থাকা সকলেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আবাসনের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পুলিশকে ফোন করতেই পুলিশ সেখানে পৌঁছায়। এরপরই চলে ধরপাকড়।
পুলিশ সেখানে গিয়ে দেখে, উপস্থিত সকলেই প্রায় ২১ বছরের নিচের বয়সী। এক ‘রেসিডেনশিয়াল’ আবাসনে তাঁরা মদ্যপান সহ সামাজিক জমায়েত চালাচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশ অভিযানে নেমেই হাতে পায় কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ। সেখানে এই পার্টিতে আমন্ত্রিতদের নাম, আমন্ত্রণের ধরন উল্লিখিত ছিল। কাদের জন্য কত এন্ট্রি ফি, সেটিও উল্লিখিত ছিল। যাঁরা অকা আসবেন তাঁদের কত, যাঁরা যুগলে আসবেন, তাঁদের জন্য কত এন্ট্রি ফি সেগুলি লেখা ছিল। এছাড়াও পুরুষ ও মহিলা ভেদে এন্ট্রি ফি-এর মূল্য আলাদা। মেসেজে উল্লেখ রয়েছে, ৫০০ টাকা মহিলাদের এন্ট্রি ফি, ১০০০ টাকা পুরুষদের। যাঁরা যুগলে আসবেন তাঁদের এন্ট্রি ফি ৮০০ টাকা। এই জমায়েতে বহুজনই একে অপরের অচেনা বলে জানা গিয়েছে। এদিকে, ওই আবাসনের বাসিন্দাদের দাবি, পার্টিতে আসা অনেকেই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যখন বাসিন্দারা পার্টি নিয়ে আপত্তি তোলেন। পার্টিতে থাকা অনেকেই নিচে কাচের মদের বোতল ফেলতে থাকেন। তাতে বড়সড় দুর্ঘটনা কান ঘেষে বেরিয়ে যায়। ঘটনায় অত্যিষ্ট হয়ে পড়েন বাসিন্দারা। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
( New Variety Seeds: নজরে কৃষি! জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ১০৯ ধরনের উচ্চ ফলনশীল বীজ প্রকাশ্যে আনলেন মোদী)
( Pulse Production in Monsoon: বর্ষা আনল সুখবর! এবারের মরশুমে ডালের উৎপাদনে বৃদ্ধি, গতবারের নিরিখে কমতে পারে আমদানি)
নয়ডা পুলিশ জানিয়েছে, খবর পেতেই তারা পুলিশ অফিসার সহ ফোর্স সেখানে পৌঁছে যায়। ফ্ল্যাটে ঢুকেই দেখা যায়, সেখানে অবৈধ পার্টি চলছিল। ৫ জন মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁরা সেই পার্টির আয়োজক বলে খবর। এছাড়াও ৩৫ জনের বিরুদ্ধে রয়েছে মামলা। জানা গিয়েছে, মোট ৪০ জন এই মামলায় পুলিশের জালে। পুলিশ জানিয়েছে এই মামলায় প্রয়োজনীয় বাকি ব্যবস্থাও নেওয়া হবে। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে হুঁকো, হরিয়ানা ব্র্যান্ডের মদের বোতল। পুলিশ জানিয়েছে, আটক হওয়া অনেকেরই বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।