সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লোকসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দেশকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য তিনি ১১টি প্রস্তাবের রূপরেখা পেশ করেন। প্রস্তাবে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ থেকে শুরু করে ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তি, নারীদের আরও ক্ষমতায়নের কথা বলেছেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এর ফলে ২০৪৭ সালের মধ্যে দেশ বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করবে।
আরও পড়ুন: সংবিধান পরিষদ চেয়েছিল দেশে যাতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়: মোদী
লোকসভায় সংবিধান বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘সংবিধানের অন্তর্নিহিত চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি দেশের ভবিষ্যতের জন্য সংসদের সামনে ১১ টি প্রস্তাব পেশ করতে চাই।’
প্রধানমন্ত্রীর পেশ করা এই প্রস্তাবগুলি হল-
১) সরকার হোক বা নাগরিক হোক সকলকেই তাদের দায়িত্ব পালন করতে হবে।
২) ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নিশ্চিত করতে হবে।
৩) দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
৪) নাগরিকদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে গর্ব করা উচিত এবং আইনগুলি গর্বের সঙ্গে মেনে চলা উচিত।
৫) প্রস্তাবে মোদী বলেছেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে নিজেকে মুক্ত করতে হবে।
৬) দেশের রাজনীতিকে পারিবারিক শাসন থেকে মুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রস্তাব অনুযায়ী, ‘দেশের রাজনীতিকে পারিবারিক শাসন থেকে মুক্ত করতে হবে।’