পৌলমি ঘোষ১০০তম দিনে পা দিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। রাজস্থানে এদিন পদযাত্রায় অংশ নেন রাহুল। শুক্রবার সেখানেই তিনি জানিয়ে দেন, কংগ্রেস কোনও ফ্যাসিস্ট দল নয়। সেক্ষেত্রে এখানে মতামতের প্রকারভেদ থাকতেই পারে।এদিন রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, এই কংগ্রেস দলের অন্য়তম ইস্যু ছিল তৃণমূলস্তরের কর্মীদের কথাও যেন শোনা হয়। রাহুল গান্ধী জানিয়েছেন, আপনারা হয়তো এনিয়ে মজা পাবেন। হয়তো আপনাদের পেপার বেশি বিক্রি হবে। কিন্তু আমাদের সংগঠনের কাঠামো অনুসারে, কোনও সমস্যা নেই।তিনি জানিয়েছেন, আমাদের পার্টি ফ্য়াসিস্ট নয়। একনায়কতন্ত্র নেই এখানে। আমাদের এখানে খোলাখুলি আলোচনা হয়। তর্ক বিতর্ক হয়। আমরা এটা সহ্য করি। শুধু রাজস্থানের ক্ষেত্রে এটা নয়।এটাই হচ্ছে কংগ্রেসের ঐতিহ্য। যদি আমাদের কোনও নেতা কিছু বলতে চান আমরা তাকে ভয় দেখাই না। তাকে চুপ করাই না। আর এই অসন্তোষ আমাদের পার্টির কোনও ক্ষতি করে না। আর সংবাদ মাধ্য়ম যখন কোনও কথা বলেন, তখনও আমরা তাদের ভয় দেখাই না। জানিয়েছেন রাহুল।রাহুল গান্ধী সরাসরি জানিয়ে দিয়েছেন, শুনে রাখুন আমরা লড়াই ছেড়ে সরছি না।আর কংগ্রেসের একাধিক নেতা দলত্য়াগ প্রসঙ্গে তিনি বলেন, দলত্যাগের ব্য়াপারে তাদের স্বাগত জানাচ্ছি। তারা বিজেপির সঙ্গে লড়তে পারছিলেন না। তিনি বলেন, আমি বলছি না যে কংগ্রেস আগে কোনওদিন ভুল করেনি। আমি এটাও অনুভব করছি আমি সহ কংগ্রেস নেতারা পাবলিকের থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন। এটা শারীরিক দূরত্ব নয়, যন্ত্রণার দূরত্ব। এই যাত্রায় আমি অনুভব করেছি সাধারণ মানুষের যন্ত্রণার বিষয়টি।