ফ্যাকাল্টি সদস্যের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের কোনও প্রমাণ নেই। এমনটাই বলল আইআইটি মাদ্রাজের বিশেষ কমিটি।
গত বছর আইআইটির অধ্যাপক ভিপিন পি ভিটিল, আর্টস ও সমাজবিজ্ঞান বিভাগের চারজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করেন। জানান, তাঁর বিরুদ্ধে জাতিগত বৈষম্য ও হয়রানি হচ্ছে। এরপরেই এর তদন্তে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়।
যদিও তদন্তের পর তিন সদস্যের সেই প্যানেল জানিয়েছে, কোন বৈষ্যমের প্রমাণ নেই। এটা একটি 'ভুল বোঝাবুঝি' হিসাবেও উল্লেখ করেছেন তাঁরা। সেই সঙ্গে বলা হয়েছে, অভিযোগকারী অধ্যাপক, 'অবান্ধব আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল বলে মনে হচ্ছে।'
আরও পড়ুন : সতেরো বছরে প্রথমবার! কমল Facebook-এর ব্যবহারকারীর সংখ্যা: রিপোর্ট
ভিপিন পি ভিটিল, একজন সহকারী অধ্যাপক। তিনি ২০১৯ সালের মার্চ মাসে আইআইটিতে যোগ দেন। তিনি জাতিগতভাবে অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র অন্তর্গত। জাতিগত পক্ষপাতের অভিযোগে, গত বছরের জুলাই মাসে পদত্যাগ করেছিলেন। অগস্ট মাসে, তিনি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (এনসিবিসি)-এর কাছেও গিয়েছিলেন। এনসিবিসি আইআইটি-কে এর তদন্ত করতে বলেছিল।
আরও পড়ুন : Smart TV: Flipkart-এ সেল, থাকছে ৭০% পর্যন্ত ছাড়