বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে প্রথমবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে Xiaomi
স্মার্টফোনের বাজারে বাজিমাত করার পর এবার ভারতে ল্যাপটপ আনছে Xiaomi. সোমবার একথা জানিয়েছেন সংস্থার প্রধান মনু কুমার জৈন। সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রেতার কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই ল্যাপটপ। আগামী ১১ জুন লঞ্চ হবে এই ল্যাপটপ।
সূত্রের খবর, কম দামে দারুণ সব স্পেসিফিকেশন দিতে চলেছে শাওমি। যাতে চাপ বেড়ে যেতে পারে অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থাগুলির। তবে ল্যাপটপের স্পেসিফিকেশনস ও ফিচার্স এখনো কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, ১১ জুন ঠিক বেলা ১২টায় শুরু হবে Xiaomi-র ল্যাপটপ লঞ্চের অনুষ্ঠান। ইতিমধ্যে চিনের বাজারে রয়েছে Xiaomi-র একাধিক ল্যাপটপ। তবে সেগুলির কোনওটিই ভারতে কোনও দিন লঞ্চ করা হয়নি। ভারতে যে মডেলটি লঞ্চ হবে তা Mi Notebook সিরিজের। এখনো পর্যন্ত এটুকুই জানিয়েছে তারা।
পরবর্তী খবর