নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে একটি বেকারিতে আগুন লাগিয়ে দিলেন বাবা। ঘটনাটি ঘটেছে কেরলের চেরানাল্লুরের বিষ্ণুপুরমে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেকারির মালিক ওই নাবালিকার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। এর ভিত্তিতে পুলিশ বেকারির মালিক এবং নাবালিকার বাবা দুজনকেই গ্রেফতার করেছে।
কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ওই বেকারিতে জিনিস কিনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় বেকারির মালিক বাবুরাজ (৫২) মেয়েটির শ্লীলতাহানি করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাতে বেজায় ক্ষুব্ধ হয়ে যান নাবালিকার বাবা। এরপর রাতে তিনি ওই বেকারিতে গিয়ে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানায়, আগুনে দোকানের একাংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগুন লাগানোর সমি বাবুরাজের স্ত্রী বেকারিতে ছিলেন। সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।
এই ঘটনায় নাবালিকার বাবার বিরুদ্ধে অভিযোগ জানান বেকারির মালিক। অন্যদিকে, পাল্টা নাবালিকার বাবা শ্লীলতাহানির অভিযোগ জানান। দুজনের অভিযোগের ভিত্তিতে পৃথক মামলার রুজু করেছে পুলিশ। পকসো আইনের ধারায় বেকারির মালিককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বেকারির মালিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনকে স্থানীয় আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।