উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে হাড়হিম করা তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, সৌরভ রাজপুতকে যেদিন খুন করা হয়, সেদিনই একটি সুইফ্ট ডিজায়ার গাড়িতে চড়ে ৪ মার্চ প্রেমিক সাহিলের সঙ্গে মুসকান রওনা দেয় কাসোল-মানালির উদ্দেশে। এনডিটিভির রিপোর্টে এমনই দাবি করা হয়। মনে করা হচ্ছে, সৌরভের হত্যাকাণ্ড ঘিরে চোখে ধুলো দিতেই সাহিল ও মুসকান এই মানালি ট্রিপ প্ল্যান করেন। যে গাড়িতে এই ট্রিপে মুসকান ও সাহিল গিয়েছিলেন, তার চালক তুলে ধরেন একের পর এক তথ্য।
উল্লেখ্য, ওই গাড়ির চালক তাঁর ফোনের হোয়াটসঅ্যাপ অডিয়ো (অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ) প্রকাশ্যে এনেছেন, যে অডিয়ো-তে কেক অর্ডার দিতে শোনা গিয়েছে মুসকানকে। সেই অডিয়ো-তে শোনা যাচ্ছে, মুসকান বলছেন, ‘ভাইয়া দয়া করে কোথাও থেকে একটা কেক এনে দিন। সেটা পেলে আমায় ফোন করতে হবে না। শুধু মেসেজ করে জানিয়ে দিন। আমাদের রুমে কেকটা এনে বলবেন, ওটা আপনার জিনিস আপনি কাল সেটা নিয়ে যাবেন, শুধু এই টুকুই।’ মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই গাড়ি চালক, কাসোলে থাকার ফলে কুলু- মানালিতে ৪ থেকে ৫ দিন ছিল সাহিল ও মুসকান। ১১ মার্চ সাহিলের জন্য কেকের অর্ডার দেয় মুসকান। সেই কেকে -‘হ্যাপি বার্থডে শংকর’ কথাটি লেখা ছিল বলে খবর। মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী, সম্ভবত, সাহিলকে ‘শংকর’ বলে ডাকতেন মুসকান, আর মুসকানকে ‘পার্বতী’ বলে ডাকতেন সাহিল। প্রসঙ্গত, ইতিমধ্যেই সাহিলের বাড়িতে গিয়ে পুলিশ বেশ কিছু সংকেত দেখতে পায় বাড়ির দেওয়ালে। সেখানে তন্ত্রসাধনা সংক্রান্ত কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পায় পুলিশ। প্রশ্ন উঠছে, মিরাটকাণ্ডে সৌরভ হত্যার সঙ্গে কি কোনও তন্ত্রসাধনার দিকও জড়িয়ে রয়েছে?
( Trigrahi yog in Surya Grahan day: সূর্যগ্রহণের দিনে রাহু, শুক্রের সঙ্গে শনির ত্রিগ্রহী যোগ! ভাগ্য খুলছে কুম্ভ সহ ৩ রাশির)
এদিকে পাহাড়ে বেড়ানোর সময় সাহিল ও মুসকান বেশিরভাগ সময়ই চুপচাপ থাকত বলে জানিয়েছে গাড়ির চালক। তিনি জানান, প্রকি বিকেলে নেশা করত সাহিল। কেনা হত এক দুই বোতল মদ। চালক বলছেন, মিরাটে ফেরার সময় তিনি দেখেছেন মুসকানকে মদ্যপান করতে। এদিকে, কাসোলের হোটেলের এক স্টাফ জানিয়েছেন, সাহিল ও মুসকান কারোর সঙ্গে দেখা করত না। স্টাফদের সঙ্গে খুবই কম মিশেছে তারা। ঘর পরিষ্কারও করতে দেওয়া হত না বলে হোটেলের এক স্টাফ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে।