বারে গিয়ে বিল মেটানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। এই ঘটনায় একজন জুনিয়র ডাক্তার এবং দুই ডাক্তারি পড়ুয়াকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হল। ঘটনাটি অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (জিএমসিএইচ) । এর পাশাপাশি তাদের হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া হস্টেলের আরও ১৫ জন আবাসিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নেশার প্রতিবাদ করায় NRS-এ জুনিয়র ডাক্তারদের মারধর ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩ শ্রমিক
কলেজের অধ্যক্ষ ডাঃ অচ্যুত বৈশ্য জানান, ৪ জন জুনিয়র ডাক্তার ও পড়ুয়া বৃহস্পতিবার রাতে মদ্যপানের জন্য শহরের একটি বারে গিয়েছিল। ওই তিনজন মদ্যপান করলেও তাদের সঙ্গে থাকা আরও এক ছাত্র মদ্যপান করেননি। শুধুমাত্র রাতের খাবার খেয়েছিলেন। এরপর সেখানে কে বিল মেটাবে? তাই নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা ও পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ১৪ জন আবাসিক ঘটনাস্থলে যায়। আহত ছাত্রদের মধ্যে একজন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান অধ্যক্ষ। তবে পরে যে ১৪ জন সেখানে গিয়েছিলেন তারা লড়াইয়ে জড়িত ছিলেন না বলে ডাঃ বৈশ্য জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই কর্তৃপক্ষ তাদের ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করে। তারা মারধরের কথা স্বীকার করে নেন। এরপর শাস্তি মূলক ব্যবস্থা হিসেবে ছয় মাসের জন্য কলেজ থেকে সাসপেন্ড করার পাশাপাশি আজীবনের জন্য হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ ছাত্র যে তাদের সঙ্গে ছিলেন এবং অন্য ১৪ জন ছাত্র যারা পরে পৌঁছেছিলেন তাদেরও ৩ মাসের জন্য হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।