
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বড়দিনের পরের সকালে আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল ভারত। তবে আকাশে মেঘ থাকায় সেই দৃশ্য উপভোগে বঞ্চিত হল কলকাতা।
সকাল ৮.৩৭ নাগাদ বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হল। উত্তর কেরালার চেরুভাথুর ও ওয়াইয়ানাডে গ্রহণ দেখতে হাজির হলেও মেঘের কারণে বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্য কিছুটা বাধাপ্রাপ্ত হল দর্শনার্থীদের। একই পরিস্থিতি দেখা গেল মহারাষ্ট্রেও।
বলয়গ্রাস সূর্যগ্রহণ- সারা বিশ্ব থেকে দেখুন সেরা ছবি
ভারতীয় উপমহাদেশে এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় উপদ্বীপের সঙ্কীর্ণ একাংশে, যার মধ্যে পড়ছে কর্নাটক, কেরালা ও তামিলনাডুর কিছু অঞ্চল এবং তার পরে বঙ্গোপসাগর পেরিয়ে শ্রী লঙ্কার উত্তরাংশে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ভারত থেকেই গ্রহণের সবচেয়ে স্পষ্ট দৃশ্য দেখার কথা ছিল। তবে আকাশ মেঘলা থাকায় সেই সুযোগ অচিরেই হতাশায় পরিণত হয়েছে। আকাশ পরিষ্কার থাকলে দেশের অধিকাংশ বাসিন্দাই এ দিনের সূর্যগ্রহণের কিছু পর্যায় পর্যন্ত চাক্ষুষ করতে পারতেন। ভারতে গ্রহণ দেখা যাওয়ার কথা ছিল প্রায় ৩ মিনিট ব্যাপী।
এ দিনের সূর্যগ্রহণের সাক্ষী থাকল সৌদি আরব, কাতার, আরব আমিরশাহি, ওমান, ভারত, শ্রী লঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, উত্তর ম দ্বীপপুঞ্জ ও গুয়াম।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports