বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘কাঁচা বাদামের’ পর এবার ‘তিলের খাজা’, ভাইরাল বিক্রেতার ভিডিয়ো!
পরবর্তী খবর
সোশ্যাল মিডিয়া আজব স্থান। কখন কে ভাইরাল হবেন, কেউ ধরতে পারবেন না। দিন কয়েক আগেই 'কাঁচা বাদাম' গেয়ে ভাইরাল হয়েছেন এক ফেরিওয়ালা। এখন আবার 'খাজা' নিয়ে গান গেয়ে ভাইরাল হলেন আরও এক বিক্রেতা।
মজার বিষয় হল, মুর্শিদাবাদের এই তিলের খাজা বিক্রেতাও ঘুরে ঘুরে ব্যবসা করেন। সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা এসবের বদলেও তিলের খাজা বিক্রি করেন।